[email protected] ঢাকা | রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামায়াত: তাহের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ১৯:১৮

ছবি: সংগ্রহীত
জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান জাতীয় সংলাপের ২৩তম দিনে মধ্যাহ্ন বিরতিতে এ কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
 
তিনি বলেন, ‘বিএনপি বলছে, সনদের আইনি ভিত্তি নেই। কিন্তু আমরা মনে করি, শুধু প্রতিশ্রুতি দিয়ে চলবে না। সনদের আইনি ভিত্তি না থাকলে এটি মূল্যহীন হয়ে পড়বে। তাই আমরা কমিশন ও সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করব।’
 
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘এই সংলাপে অংশগ্রহণ করে আমরা যে সময়, শ্রম ও ব্যয় করেছি, তার কোনো মূল্য থাকবে না যদি বাস্তবায়ন না হয়। শুধু সই করে থেমে গেলে এটা এক ধরনের প্রহসন হবে। জাতির সঙ্গে এমন তামাশা আমরা আর হতে দেব না।’
 
সংলাপে নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা নিম্নকক্ষ ও উচ্চকক্ষে ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর)’ চাই। গত ৫৪ বছরে দেশে দলীয়করণ, দখল, দূষণ, ভুয়া নির্বাচন ও ভোটারবিহীন নির্বাচনের অপসংস্কৃতি গড়ে উঠেছে। তাই পিআর পদ্ধতির বিকল্প নেই।’
 
তিনি বলেন, ‘আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এশিয়া প্রতিটি মহাদেশেই পিআর পদ্ধতি চালু আছে। এটি গরিব বা ধনী নয়, একটি বৈশ্বিক বাস্তবতা। এমনকি অনেক দেশ প্রতিবছর নতুন করে এ পদ্ধতি গ্রহণ করছে। আমরাও স্পষ্টভাবে বলেছি, আমরা পিআর চাই। অধিকাংশ দলও এর পক্ষে রয়েছে।’
 
আইনি ভিত্তি সংক্রান্ত দাবিতে তাহের বলেন, ‘আইনি ভিত্তি ছাড়া এই চার্টার জিরো হয়ে যাবে। সই করার কোনো মানেই থাকবে না। বর্তমান সরকারের মেয়াদেই এর বাস্তবায়ন শুরু করতে হবে। কাল থেকেই সেটা সম্ভব।’
 
তিনি বলেন, ‘নোট অব ডিসেন্ট’ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। একজন না বলতেই পারেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণই গ্রহণযোগ্যতা পায়।’
 
উচ্চকক্ষ গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘উচ্চকক্ষ হলো ‘ব্যালেন্স অব অথরিটি’। নিম্নকক্ষে মূল আইন প্রণয়ন হবে, আর উচ্চকক্ষ গাইডিং ও কন্ট্রোলিং বডি হিসেবে কাজ করবে। এটি শুধু আমাদের দাবি নয়, এটি একটি সময়োপযোগী বাস্তবতা।’
 
সংলাপ শেষে কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও তাহের আশাবাদী যে, কমিশন একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং আইনি ভিত্তির বিষয়টি অবহেলা করবে না।
 
ডেস্ক/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর