[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

ঐক্যবদ্ধভাবে স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৭:৩১

ছবি: সংগ্রহীত
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা সবাই অঙ্গীকারবদ্ধ এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, আমাদের কোনও প্রভু থাকবে না, বিদেশে আমাদের বন্ধু থাকবে, কিন্তু বাংলাদেশ তাবেদারমুক্ত থাকবে। এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলবো’
 
বুধবার (৬ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘২০২৫ সালের ৫ আগস্ট বিজয়ের প্রথম বর্ষপূর্তি হয়েছে। আজ দ্বিতীয় বছরের প্রথম দিন। আমাদের প্রতিশ্রুতি-বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম কার্যকর গণতান্ত্রিক দেশ।’
 
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনমানুষের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামোর সংস্কারের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। ‘আমাদের প্রত্যাশিত সমাজ, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা কায়েম করাই হবে আজকের শপথ।
 
তিনি আরও বলেন, ভবিষ্যতের সকল সংস্কার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে এবং সনদ স্বাক্ষরিত হবে। এসব সংস্কার নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে মতামত গ্রহণ করে কেবল বৈধ ও সাংবিধানিক প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর