[email protected] ঢাকা | শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২
thecitybank.com

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে নারীসহ সব ধর্মের শিক্ষার্থী থাকবে

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৯:১৭

ছবি: সংগ্রহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে নারী শিক্ষার্থীসহ সব ধর্মের মানুষের অংশগ্রহণ থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
 
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
 
জাহিদুল ইসলাম বলেন, গত ১৬ বছর ধরে ছাত্র রাজনীতিতে ভীতি ছড়িয়ে দেয়া হয়েছে। এ কারণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছে, যা শিবির শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে। তবে সংগঠনটি ভীতিকর রাজনীতি থেকে শিক্ষার্থীদের মুক্ত করতে কাজ করে যাচ্ছে।
 
তিনি আরও জানান, সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি চাইলে তখনই হল কমিটি ঘোষণা করা হবে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ছাত্র সংগঠন নিজেদের স্পষ্ট এজেন্ডা না থাকায় অন্য সংগঠনকে নিয়ে বিষোদগার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এসব পরিহার করে সুস্থ, শিক্ষার্থী-বন্ধব কর্মসূচি পরিচালনার আহ্বান জানান শিবির সভাপতি।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর