টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বল হাতে সুবিধা করতে পারল না বাংলাদেশ 'এ' দল। পাকিস্তানি ব্যাটারদের সামনে যেন বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না হাসান মাহমুদ-রিপন মন্ডলরা। ঝোড়ো ব্যাটিংয়ে দুইশোর্ধ্ব রানের সংগ্রহ পেয়েছে পাকিস্তান।
ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে পাকিস্তান শাহিনস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছে ইয়াসির খান। বাংলাদেশের হয়ে ৩৪ রানে এক উইকেট পেয়েছেন হাসান মাহমুদ।
আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দুই উদ্বোধনী ব্যাটার খাজা নাফি ও ইয়াসির খান রীতিমতো ঝড় তোলেন। তাদের ব্যাটে ভর করেই শক্ত ভিত পায় দল।
৩১ বলে ৬১ রান করে নাফি রান আউটের শিকার হলে ভাঙে ১১৮ রানের উদ্বোঢনী জুটি। ফিফটি পেয়েছেন আরেক ওপেনার ইয়াসিরও। তার ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৬২ রান।
তিনে নেমে ২৭ বলে অপরাজিত ৫০ রান করেছেন আব্দুল সামাদ। এ ছাড়া ১২ বলে ২৫ রান করেছেন ইরফান খান।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: